Routes : Dhaka->Rajshahi,Dhaka->Chapainawabganj,Dhaka->Kansat,Rajshahi->Dhaka,Kansat->Mohakhali,Chapainawabganj->Dhaka,Kansat->Dhaka( by pass ),Dhaka->Rahanpur,Rahanpur->Dhaka,Mohakhali->Chapainawabganj,Mohakhali->Kansat,Chapainawabganj->Mohakhali,Rajshahi->Mohakhali,Natore->Dhaka

Buy Ticket
প্রিয় যাত্রীবৃন্দ,

আসসালামু আলাইকুম। ঈদ মোবারক!

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশির মুহূর্তে আপনাদের নিরাপদ ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করতে আমরা সদা প্রস্তুত।

ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দিতে, টিকিট কেনার সময় অবশ্যই আপনার নিজের ব্যবহৃত মোবাইল নম্বর দিন। অন্য কারও নম্বর ব্যবহার করে ফরোয়ার্ড এসএমএস গ্রহণযোগ্য হবে না, এবং তা বাতিল বলে গণ্য হবে।

এসএমএস-এ প্রদর্শিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ প্রদান করবেন না। কেউ এমন প্রস্তাব দিলে, টিকিট বিক্রেতা ও ক্রেতা উভয়ের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের এই আন্তরিক সহযোগিতাই আমাদের সুন্দর, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন পরিষেবা নিশ্চিত করতে সাহায্য করবে।

আসুন, সবাই মিলেমিশে একটি নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপন করি।
ঈদ উৎসবের এই শুভ সময়ে, আপনার যাত্রা হোক নিরাপদ, আনন্দময় ও স্মরণীয়।

ঈদ মোবারক!